• Uncategorized

    ডিম্ব-লেখকঃ ছাদেকুর রহমান

      প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২০ , ২:৫৬:০২ প্রিন্ট সংস্করণ

    ডিম্ব

    লেখকঃ ছাদেকুর রহমান

     

    কচি পাতায় ভরা ঝোপ

    শষ্য দানায় ঠাসা,

    পাখিরা সব খাচ্ছে খাবার

    বাঁধছে শখের বাসা।

    কুক্ কুড়ো কুড় মুরগি ডাকে

    ডিম পেরেছে খোপে,

    ডাগর ডাগর ডিম্ব গুলো

    লাফিয়ে উঠে ঝোপে।

    ডিমের ভেতর ঘুমিয়ে ছানার

    এত্তো বড় লাফ,

    ফুটলে জানি ডাকা বুকার

    কেমন ধাপ ঝাপ।

    ডাঁটায় ডাঁটায় ডিম্ব দোলে

    ড্যাং ড্যাঙা ড্যাং ডাট,

    ড্যাব ড্যাবিয়ে চেয়ে থাকে

    ডিমের কেমন ঠাট।

    ডাহা মিথ্যা ভ্যল্কি বাজি

    ডিম্ব ঝোপে কাঁড়ি

    ডিম বেগুনে ভরা ডাল

    পাতা সারিসারি।

    পাখির বাসায় পাখির ডিম

    ডামা ডোলে নাচে,

    তায়ে তাপে ফুটে ছানা

    ডুগ ডুগিটা বাজে,

    মায়াডোরে বাঁধন আঁটা

    পক্ষি তরুলতা,

    প্রাণের মাঝে ডুবে দেখো

    শুনবে সে সব কথা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ