প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২২ , ৬:১৭:০৭ প্রিন্ট সংস্করণ
উজ্জ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধিঃ
ডিমলা উপজেলা পরিষদ হলরুমে ১০/০১/২০২২ইং(সোমবার) সকাল ১১ টায় ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোকলেছুর রহমান, সাবেক কমান্ডার মোঃ সামছুল হক, বিজিবি থানারহাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোঃ নজরুল ইসলাম, বিজিবির বালাপাড়া কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোঃ আব্দুল হামিদ, উপজেলা ফায়ার সার্ভিস অফিসার এটিএম গোলাম মোস্তফাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। উপজেলা আইন শৃংখলা মাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলায়েত হোসেন বলেন প্রতি বছরের মতো মত আইন শৃংখলা বাহিনীকে আরো বেশি তৎপর থেকে কাজ করে যেতে হবে, কোন ভাবে আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়। নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসন এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডারগার্ডের (বিজিবি) সদস্যদের সর্বদা সর্তক থাকার আহবান জানান।