উজ্জ্বল আহমেদ-নীলফামারী প্রতিনিধিঃ
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নীলফামারীর ডিমলায় পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আয়োজনে সোমবার (২২ নভেম্বর)উপজেলা অডিটরিয়াম রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীনের সভাপতিত্বে ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা দরিবুল্লাহ সরকারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন,পাট অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব)মোহাম্মদ আতাউর রহমান।এ ছাড়াও এতে বস্ত্র ও পাট মন্ত্রনালয় অধিদপ্তর রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সোলায়মান আলী,ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী,নীলফামারী পাট উন্নয়ন কর্মকর্তা,তৈবুর রহমান,ডোমার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম বক্তব্য দেন।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী একশো জন পাটচাষীদের মাঝে একটি করে পাটের তৈরী প্রদান করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.