সাংবাদিক বোরহান উদ্দিন মুজ্জাকির হত্যা ও ঠাকুরগাঁওয়ের সাংবাদিক শাকিল আহমেদের পরিবারের উপর রক্তক্ষয়ী হামলার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ করেছে পীরগঞ্জ উপজেলার সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি ও সচেতন মহল। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় পৌর শহরের পূর্ব চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ এর আয়োজন করে পীরগঞ্জের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সমাজ।
এসময় বক্তব্য দেন, পীরগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি- দৈনিক স্বাধীন মত পত্রিকার রংপুর ব্যুরো প্রধান,পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস এর সম্পাদক ও প্রকাশক ও দৈনিক তৃতীয় মাত্রা’র বিশেষ প্রতিনিধি মুজিবুর রহমান, প্রেসক্লাব পীরগঞ্জের সাধারণ সম্পাদক স্থানীয় সাপ্তাহিক উওরের কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুর রহমান, বিডি নিউজ বাংলা ২৪ ডট কম এর সম্পাদক ও প্রকাশক পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, সাংগঠনিক সম্পাদক আনছারুল ইসলাম, সাপ্তাহিক শিখড় সন্ধ্যানে পত্রিকার প্রতিনিধি এমদাদুল হক, ফটো সাংবাদিক শেখ সমশের আলী, জে টিভির প্রতিনিধি আব্দুল করিম, বৈরচুনা পল্লী সেবা প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আনসারী প্রমূখ ।
মানববন্ধন ও প্রতিবাদ সামবেশে বক্তারা গত ২৩ ফেব্রুয়ারি বিকালে শহরের আদমনগর (এসিল্যান্ড বস্তি) কলেজপাড়া এলাকায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম ও আমাদের সময়’পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ এর বাড়িতে সন্ত্রাসীরা প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে রাম দা’ নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে তার বাবা, মা, চাচা ও চাচাতো ভাইকে কুপিয়ে জখম করা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বোরহানউদ্দিন মুজ্জাককীরকে প্রকাশ্যে হত্যার ঘটনার প্রতিবাদে প্রশাসনকে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং হুশিয়ারি প্রদান করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.