মোঃআনোয়ার হোসেন-ঠাকুরগাঁওঃ
নাম > মোঃ সিয়াম
পিতা > মোঃ আনারুল
মাতা> মোছাঃ ফাইমা
বাসা> ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার ২নং চাড়োল ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড মধুপুরে।
গত দেড় মাস ধরে অসুস্থতাই ভুগছেন । রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল,ঠাকুরগাঁও সদর হাসপাতাল, মাহাত,কবিরাজ অনেকের কাছে গেছে কিন্তু অসুস্থতা কমছে না।
পরিবার নিম্নবৃও হওয়ার কারনে উচ্চ চিকিৎসা পাচ্ছে না সিয়াম। সিয়াম চাই বাচতে তার বয়সে বা কত মাএ ৬ বছর। উচ্চ চিকিৎসা না পাওয়ার কারনে সিয়াম কষ্টে দিন কাটাচ্ছে। এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সিয়াম
আপনারা তো কত টাকা কত দিকে খরচ করেন, এই সিয়ামের হাতে কিছু টাকা তুলে দিলে উচ্চ চিকিৎসা পেয়ে বেচে যেতে পারে সিয়াম। সিয়াম ও সিয়ামের পরিবার খুবই করুনার সাথে আপনাদের কাছে সাহায্য চেয়েছেন। হয়তো আপনার এ অনুদান আপনার সাহায্যের হাত দিয়ে বেচে যেতে পারে সিয়াম। এতে আপনার কোনো ক্ষতি হবে না বরং নেকি হবে।
ঠাকুরগাঁও জেলার সকল সকল #MP, #জেলা_প্রশাসক, #নির্বাহী_কর্মকর্তা #ঠাকুরগাঁও_পৌরসভার_চেয়ারম্যান ও অন্যান্য ব্যাক্তি বর্গ শুধু ঠাকুরগাঁও জেলা নয় সকল জেলার মানুষের কাছে সাহায্যের হাত বারিয়েছেন।
যোগাযোগঃ ০১৭৫৭৭৯৮০০৫
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.