• রংপুর বিভাগ

    ঠাকুরগাঁও অসহায় আঃ কাদেরের গলা অপারেশনের জন্য আর্থিক সাহায্যের আবেদন

      প্রতিনিধি ১২ মার্চ ২০২২ , ৫:১৯:৩২ প্রিন্ট সংস্করণ

    ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

    নিম্ববিত্ত পরিবারের গৃহকর্তা মোঃ আঃ কাদের (৬২) প্রায় ৮মাস ধরে গলার জটিল টিউমারে আক্রান্ত ।বাড়ী ঠাকুরগাঁও জেলার সদর থানা গ্রামঃ ইয়াকুবপুরের ,পোঃকালুক্ষেত্র ,১২ নং সালান্দর১নং ওয়ার্ডে উন্নত চিকিৎসা দ্রুত অপারেশনের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন ।মোঃ আবদুল কাদের সল্প আয়ে এবং ধার দেনা করে ঔষুধ চালিয়েছেন।এখন তিনি অসহায় হয়ে পরেছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছেনা।

    টিউমারটি জটিল হয়ে যাওয়ার কারনে ডাক্তার জানিয়েছেন। জরুরি ভাবে গলায় অপারেশন করতে বলেছেন আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ডাক্তার।অপারেশন করলে রোগিটি সুস্থ হয়ে যাবেন।প্রায় পনেরো বিশ হাজার টাকার প্রয়োজন।যে যা পারেন৫০-১০০টাকা সমাজের বিত্তশালী ও দানশীল ব্যাক্তিদের কাছে সাহায্যের আকুল আবেদন করেছেন ।যোগাযোগঃ আঃকাদেরের ছেলে মোঃ হুসেন আলী 01701901089
    সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ,
    নগদ মোবাঃ01990651611

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ