প্রতিনিধি ১৭ মার্চ ২০২১ , ৪:২১:৩৪ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও জেলা ডাকবাংলা অডিটোরিয়ামে আজ ১৭ ই মার্চ ২০২১ বুধবার সকাল ১১ টায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আলোচনা সভা, ও পুরষ্কার বিতরণ ,ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসন। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফূল অর্পণের মাধ্যমে ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও ১ আসনের নির্বাচিত জনাব রমেশ চন্দ্র সেন এমপি এখানে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান, এবং পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও উপজেলা চেয়ারম্যান টিটো ,দত্ত ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, এখানে আরো উপস্থিত ছিলেন নব নির্বাচিত ঠাকুরগাঁও পৌরমেয়র আঞ্জুমান আরা বেগম ঠাকুরগাঁও সরকারি কলেজ এর প্রিন্সিপাল জনাব আব্দুল মজিদ স্যার বক্তারা সেখানেও বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বক্তব্য রাখেন ।স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও তার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয।় তার মত মহান নেতা বাংলার জমিনে আর হয়নি তিনি স্বাধীনতার এক গৌরব উজ্জ্বল প্রতীক তার স্বপ্ন বাস্তবায়নের দেশের সকল মানুষকে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এটাই প্রত্যাশা।