মোঃ সাইফুল ইসলাম আকাশ-ত্রিশাল ময়মনসিংহ:
প্রতি দিন সকালে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কমিউটার নামের বেসরকারী মাত্র একটি ট্রেন থাকায় নান্দাইল,মধুপুর কানারামপুর, যাত্রীরা আউলিয়ানগ রেলপথে যাতায়াত করেন।তাই তাদেরকে পরতে হয়।নানা সমস্যায়।সেই সকাল থেকে লাইনে দাড়িয়ে অপেক্ষা করেন টিকিট নেওয়ার জন্যে। কিন্তুু কাউন্টারে বলেন সিট নেই আবারও কাউকে বলেছেন চারটা টিকিট নিলে একটা সিট পাওয়া যায়।তারপরও দুই একজনকে দেওয়ার পরে বলেন আর সিট নাই। কিন্তুু কিউন্টারের বাহিরে বিক্রি হচ্ছে চরা দামে সিট সহ টিকিট যেখানে আউলিয়ানগর থেকে ঢাকার ভারা 50 টাকা।সেখানে একটি সিটের জন্য যাত্রীদের গুনতে হচ্ছে প্রতি সিটের জন্য 200 টাকা প্রযত্ন।এসব নৈরাজ্য চলছে প্রকাশে কিন্তুু দেখার কেউনেই। কেউ যদি প্রতিবাদ করেন তাকে পরতে হয় এলাকার ক্ষমতাবানদে হুমকির মুখে।দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকে সিট না পেয়ে দীর্ঘ শাশ্ব ফেলেএমনি বললেন কয়েকজন ঢাকা গামী যাত্রী।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.