প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৩ , ৮:০৭:১১ প্রিন্ট সংস্করণ
মোস্তফা প্রামানিক (নাটোর)প্রতিনিধিঃ
শুক্রবার(৭ এপ্রিল) সকালে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বাসুদেবপুর মন্ডলপাড়ার রেলওয়ের ২৩৬ নং পাঙ্গাল ব্রিজের উপরে রেললাইনের মাঝ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে রেলওয়ে সান্তাহার থানা পুলিশ।
তবে ওই নারীর নাম পরিচয় এখনও শনাক্ত হয়নি।ভোর রাতে কোন অজ্ঞাত আন্তঃনগর ট্রেনে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে রেলওয়ে পুলিশ।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,শুক্রবার সকালে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বাসুদেবপুর মন্ডলপাড়ার রেলওয়ের ২৩৬ নং পাঙ্গাল ব্রীজের রেললাইনের মাঝ থেকে ক্ষতবিক্ষত ৩০ বছর বয়সী এক নারীর মৃতদেহ পড়ে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়।খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ সান্তাহার রেলওয়ে থানা পুলিশ কে জানায়।পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ এসে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন বলেন,শুক্রবার ভোর রাতে কোন এক আন্তঃনগর ট্রেনের নিচে চাপা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তবে মৃতদেহের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি।রাজশাহীর ফরেনসিক টিম এসে আঙ্গুলের ছাপ নিয়ে নিয়ে নাম পরিচয় জানার চেষ্টা চলছে।