প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৪ , ১১:১১:১৭ প্রিন্ট সংস্করণ
আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জনগণের দাবিকে উপেক্ষা করে সরকার একতরফা প্রহসনের ডামি নির্বাচনের পর দ্রব্যমূল্যের বাজারে আগুন। সরকার নিত্যপয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ। দেশের জনগণকে উপেক্ষা করে জনপ্রতিনিধিত্বহীন সরকার যেকোনো উপায়ে বিদেশি রাষ্ট্রের সমর্থন জোগাড় করতে মরিয়া। দেশে দেশে ধরনা দিয়ে সমর্থন আদায় করছে। ডামি ভোটের পর বিরোধী দল সঙ্কটে সরকার। এখন বিরোধী দল কে হবে তাও নির্ধারণ করছে সরকার। সভায় বিতর্কিত শিক্ষাকারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা এবএিম জাকারিয়া, আলহাজ্ আব্দুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট হাছিবুল ইসলাম।
প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। তারা দেশে সুশাসন উপহার দিতে পারেনি। সরকারের বারবার ব্যর্থতার কারণেই মূল্যস্ফীতি এখন সকল সময়ের সীমা অতিক্রম করেছে। ভেঙে পড়েছে জাতীয় অর্থনীতি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সরকার জনগণের সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বরং তারা যা করছে তার সাথে জনগণের স্বার্থের কোনো সংশ্লিষ্টতা নেই। আওয়ামী বাকশালীরা এখন ডামি ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবর দখল করে জনগণকে শোষণ করছে।
তিনি বলেন, তারা এখন ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য মরিয়া। তিনি তামাশা ও ভাগবাটোয়ারার নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান।
সভায় ট্রান্সজেন্ডার বা সমকামিতার বিরুদ্ধে মতামত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব নতুন শিক্ষাক্রম অন্তর্ভুক্ত ট্রান্সজেন্ডার বিষয় নিয়ে বক্তব্য দেয়ায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকুরীচ্যুতের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বৈধতা দেয়ার দূরভিসন্ধি সম্পর্কে সচেতনতামূলক আন্দোলন অব্যাহত রাখার জন্যে সকলের প্রতি আহ্বান জানানো হয়।