• সিলেট বিভাগ

    ট্রাকের ধাক্কায় নিহত উপ সহকারী কৃষি কর্মকর্তা

      প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২২ , ৪:১২:৩৯ প্রিন্ট সংস্করণ

    আনিসুর রহমান-স্টাফ রিপোর্টারঃ

    ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মাধবপুর পৌর শহরের শ্যামলীপাড়ার বাসিন্দা একেএম আশরাফ উদ্দিন শান্ত। রোববার সকালে মোটরসাইকেল যোগে বিজয়নগর কর্মস্থলে যাওয়ার পথে আলাদাউদপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় আহত হয়ে বিকেল ৫ টার দিকে ঢাকায় তিনি মারা যান।

    তার ভাই মোঃ সেলিম জানান, সকালে মাধবপুর থেকে পাশ্ববর্তী বিজয়নগর উপজেলায় নিজ কর্মস্থলে যাওয়ার পথে উল্লেখিত স্থানে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে গুরুতর আহত হন।

    আহত অবস্থায় ঢাকায় নেওয়া হলে ঢাকার একটি হাসপাতালে রোববার বিকেলে চিকিৎসাীন অবস্থায় তার মৃত্যু হয়।
    বিজয়নগর থানার ডিউটি অফিসার হুমায়ূন কবির জানান, মোটরসাইকেল ও ট্রাকের দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সহকারী কৃষিকর্মকর্তা আহত হয়ে ঢাকায় মারা গেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ