প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২১ , ৪:৫৪:৪৪ প্রিন্ট সংস্করণ
শাকিল হোসেন-স্টাফ রিপোর্টার:
নওগাঁয় ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চালকসহ দুইজনকে আটক করেছে।
জেলার ধামইরহাট থানার ওসি মো. জাকিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লোদীপুর বটতলী এলাকায় আগ্রাদ্বিগুণ-মধইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ হোসেন (৬) উপজেলার লোদীপুর গ্রামের আনোয়ার হোসেনেরে ছেলে।
ওসি জাকিরুল বলেন, একটি খালি ট্রাক আগ্রাদ্বিগুণ বাজারের দিকে দ্রুতগতিতে যাওয়ার পথে জুনায়েদকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় এলাকাবাসী ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান ওসি জাকিরুল ইসলাম।