প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২১ , ২:৩৬:৩৪ প্রিন্ট সংস্করণ
মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বিজয়ের ৫০ বছর পূর্তিতে বীর শহীদদের স্বরণে দেশজুড়ে ৫০ হাজার গাছের চারা রোপণ করেছে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দেশের ৩৫০ টি উপজেলায় একযোগে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হয়। সংগঠনটির সকল সদস্য শিক্ষার্থী। তারা টিফিনের টাকা বাঁচিয়ে বিপুল পরিমাণ এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করে।
এদিন বেলা ১২ টায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা শাখার লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যেগে আয়োজিত ভোরমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ভরমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক কে,বি,এম সাইফুল ইসলাম স্যার সহ সংগঠনের সদস্য লিটন, রাকিব,সাকিল,হাবিবুল্লাহ প্রমুখ। এসময় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ে মাঠে গাছের চারা রোপণের মধ্যে দিয়ে সফল ভাবে আমাদের কার্যক্রম সম্পূর্ণ হয়।