প্রতিনিধি ১৪ মে ২০২১ , ৪:০৫:৫৪ প্রিন্ট সংস্করণ
এম,এ কাইয়ুম মাইজভান্ডারি (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।মৃত যুবকের নাম মহসিন ফকির (২৮) সে সিংহের নন্দন গ্রামের মৃত কাদির ফকিরের ছোট ছেলে। স্হানীদের বরাত দিয়ে জানা যায় হস্পতিবার বিকাল ৩টায় উপজেলার মান্দ্রা গ্রামের নবু মুন্সীর পুকুর পাড়ে যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্হানীয়রা মৃতের পরিবারের লোকজনকে খবর দিলে তারা ওই যুবককে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ষোষনা করে।
মৃত ওই যুবকের গলার নিচে ও ঘাড়ে আঘাতের চিহ্ন দেখা গেছে।পরে টঙ্গীবাড়ী থানা পুলিশ খবর পেয়ে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে মৃতদেহ থানায় নিয়ে আসে।এবিষয়ে টঙ্গীবাড়ী থানার এস আই রমজান আলী (সজল) জানান আমরা খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে এসেছি, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হবে ময়না তদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।