প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২২ , ৪:০৬:০৩ প্রিন্ট সংস্করণ
মনিরুজ্জামান মনির-শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার রাজমনি হোটেল সংলগ্ন মাঠ চত্ত্বরে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক লতিফুর রহমান মনা’র সঞ্চালনায় সম্মেলনের শুভ উদ্বোধন করেন, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেবু। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সাবেক এমপি এমএ বারীর পুত্র আওয়ামীলীগ নেতা মোহসিনুল বারী রুমি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন সরকার, জেলা কৃষক লীগের সহ-সভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে জয়নাল আবেদীনকে সভাপতি, জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক ও লতিফুর রহমান মনাকে যুগ্ন সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য উপজেলা কৃষক লীগের নতুন কমিটি গঠন করা হয়।
এ সময় বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন সহ আরো উপস্থিত ছিলেন ১ নং কাংশা ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসমত আলী, ১ নং কাংশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সভাপতি জাফর আহাম্মেদ , সাধারণ সম্পাদক মোঃ নজু মিয়া।