প্রতিনিধি ৩ নভেম্বর ২০২২ , ৪:৫২:০১ প্রিন্ট সংস্করণ
।
মনিরুজ্জামান মনির-শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতীতে তালবীজ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার ২ নভেম্বর বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া আশ্রয়ণ প্রকল্পের জায়গায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, শেরপুর সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম, কবি সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হাজারী প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ জানান, প্রাকৃতিক দূর্যোগ ও বজ্রপাতের হাত থেকে জানমাল রক্ষায় বর্তমান সরকার তালবীজ রোপণ কর্মসূচী গ্রহণ করে।
এরই অংশ হিসেবে শেরপুর সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম এর উদ্যোগে তালবীজ রোপনের কাজ হাতে নেয়া হয়। এর আগে দু‘শত তালবীজ ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চতুর পাশে রোপণ করা হয়েছে।
এ কর্মসূচীর আওতায় বিকেলে ১৫০টি তাল বীজ বাকাকুড়া আশ্রয়ণ প্রকল্পের জায়গায় রোপণ করা হয়।