• ময়মনসিংহ বিভাগ

    ঝিনাইগাতীতে সমাজসেবা সংগঠনের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২২ , ৪:৫৪:১৬ প্রিন্ট সংস্করণ

    মনিরুজ্জামান মনির-শেরপুর জেলা প্রতিনিধি:

    শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গৌরীপুর সমাজসেবা সংগঠনের আয়োজনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার বনগ্রাম হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল কুদ্দুছ মাষ্টারের সভাপতিত্বে ও গৌরীপুর সমাজসেবা সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বনগ্রাম হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মহিবুল্লাহ, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ। এসময় আরো বক্তব্য রাখেন, গৌরীপুর সমাজসেবা সংগঠনের সভাপতি আরিফ মোশারফ, পরিচালক সুলতান মাহমুদ, উপদেষ্টা সাইফুল ইসলাম, সদস্য মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। ওইসময় গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩ শতাধীক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ