প্রতিনিধি ২৪ জুলাই ২০২২ , ২:৩১:৪৩ প্রিন্ট সংস্করণ
শেরপুর জেলার ঝিনাইগাতীতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র্যালী, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই রোববার বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে র্যালী শেষে উপজেলা পরিষদে অবস্থিত পুকুর ও বিভিন্ন জলাশয়ে বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকনুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেন প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ বলেন, দেশি মাছ রক্ষার্থে অভিযান চালিয়ে দোষীদের আইনের আওতায় আনা হবে। উদ্বোধনী সভায় মৎস্য চাষের অবদানের জন্য তিন জনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।