প্রতিনিধি ১ নভেম্বর ২০২১ , ১:৪৬:১০ প্রিন্ট সংস্করণ
মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি
মৃত্যু” এক নির্মম, কঠিন বাস্তবতার নাম। মৃত্যু এমন এক মেহমান, যে দরজায় এসে দাড়িয়ে গেলে তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নেই! মৃত্যুযেকোন বয়সের, যেকোন মানুষের সামনে, যেকোন সময়ে উপস্থিত হতে পারে!নতুন খবর হছে, টাঙ্গাইলের সখীপুরে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মো. আবদুল মালেক নামে এক বীর মুক্তিযোদ্ধা।রোববার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার আমতৈল পূর্বপাড়া গ্রামে ২ নম্বর বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের পথসভায় সভাপতিরনির্ধারিত বক্তব্য শেষে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ বলেই তিনি মৃত্যুর কোলে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথসভায় সভাপতির বক্তব্য দিচ্ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক। বক্তব্যশেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেই দ্রুত বসে পড়েন এবং পাঁচ মিনিটের মধ্যে তিনি নিস্তেজ হয়ে পড়েন।পরে সভায় উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেকের এমন মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।সোমবার (১ নভেম্বর) বিকেল ৩টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।