• আইন ও আদালত

    জেলা গোয়েন্দা রাজশাহী কর্তৃক ১০০ গ্রাম হেরোইন ও মোটরসাইকেল সহ গ্রেফতার-১

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২২ , ১২:০৩:৩৪ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিন, এসআই(নিঃ)/মোঃ মাহাবুব আলম সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় ২১/১০/২০২২ তারিখ ১৬.০০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন হাবাসপুর গ্রামস্থ রঘুর মোড়ে জনৈক বাদশা এর মুদি দোকানের সামনে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতার জন্য অপেক্ষা করাকালে এজাহারনামীয় ধৃত আসামী ১। মোঃ বাশার মিয়া (২৩), পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- আলাতলী মধ্যচর, থানা-চাঁপাইনবাবঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে ১০০ (একশত) গ্রাম হেরোইন ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি লাল কালো রংয়ের বাজাজ ডিসকোভার ১১০ সিসি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ