• Uncategorized

    জেলা আনসার ভিডিপি র২১ দিন ব্যাপি মৌলক প্রশিক্ষনের উদ্বোধন

      প্রতিনিধি ৮ মার্চ ২০২১ , ৪:০৯:৫৮ প্রিন্ট সংস্করণ

    জেলা আনসার ভিডিপি র২১ দিন ব্যাপি মৌলক প্রশিক্ষনের উদ্বোধন

    অদ্য ৩ই মার্চ রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় জেলা আনসার ভিডিপি, র কার্যালয়ে ২১ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণের উদবোধন অনুস্থিত হয়। ৩ই মার্চ থেকে ২৭ই মার্চ এই প্রশিক্ষণের কার্যক্রম চলবে। মুলত আনসার সদস্যদের নিজ নিজ কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব
    সম্পর্কে সচেতন , দায়িত্বের মধ্যে কি কি পড়ে,
    সে দায়িত্ব শতভাগ কিভাবে পালন করবে, অস্ত্র পরিচালনা, তা রক্ষনাবেক্ষন,ও সঠিক ভাবে পরিচর্চার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।এই মৌলিক প্রশিক্ষনে।
    অনুসঠানে সভাপতি,ও মুল বক্তব্য রাখেন আনসার ভিডিপি, র মাননীয় জেলা কমান্ড্যান্ট
    জনাব সোহেলুর রহমান,এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমাডেন্ট জাহিদ হোসেন, উপজেলা আনছার
    কর্মকর্তা শহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা ও ককর্মচারী বৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ