প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২১ , ৪:২১:২০ প্রিন্ট সংস্করণ
“জীবন বহুদূর”
লেখকঃ শিহাব অাহম্মেদ
ভেবে দেখ মন নিকটে মরণ
জীবন সে বহুদূর,
জনপূর্ণ এ ভবে বাহিরে অন্ধকার
ভেতরে সুরাসুর।
অচেনার সাথে করি নিত্য বসবাস
চেনা জন-ই অচেনা,
স্বজনেরে দুর্জন করে দুরে ঠেলে দিয়ে
দুর্জনে যত অার্চনা।
মনের ঘরে বাঘের বসত
বন্দি লোহার খাঁচে,
অামি অাধার বনে ভূত দেখিনি
ভূত দেখেছি মনে।
মরন হয় নিশ্বাসে নিশ্বাসে
জীবন হয় একবার,
জীবনের মতো জীবন পেয়ে বলো
মরেছে কে অাবার ?