কবিতা: "জীবন
কলমে: প্রণব মন্ডল
জীবন কি অদ্ভুত জিনিস না শূন্য খাতায় কখনো পূর্ণতা নাই ,
কখনো আলো দিয়ে যায়, কখনো বা,গহীন আঁধারে হারায় ।
সবদিক থেকে কেউ হয় নাতো সুখী তবুও নিয়তি মানে না বাঁধ বিরোধী কখনো বা জীবন থেমে যায় অচেনায়;
তবুও মানুষ চলে অবিরত সময় ধরে ঘড়ির কাঁটা ধরে আশা বেঁধে বুকে।
কেউবা চলছে আগামীর প্রহর গুনে ,হয়তো থামছে কেউ বর্তমানের ভীড়ে ।
তবুও কি থেমে থাকে কারো জীবন প্রকৃতির আলোয় জ্বলছে সকলের জীবন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.