প্রতিনিধি ২৮ জুলাই ২০২০ , ১০:২০:৪৮ প্রিন্ট সংস্করণ
মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ)-চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বেনজীর আহমেদ এর নেতৃত্বে সারাদেশে মাদকবিরোধী প্রচারণা ও অভিযান চলছে এই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী প্রচারণা চালায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় আজ ২৮ জুলাই জীবননগর পৌর এলাকার বিভিন্ন স্থানে এই স্লোগান ( “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো” ) কে সামনে রেখে জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
মাদক বিরোধী প্রচারণায় উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ সহ জীবন নগর থানায় কর্মরত এসআই, এএসআই ও কনস্টেবল বৃন্দ।
মাদক বিরোধী প্রচারণা সম্পর্কে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন যে সারা দেশে মাদক বিরোধী অভিযান চলছে। আমাদের উপরে নির্দেশ আছে মাদককে জিরো টলারেন্সে আনতে হবে।