• Uncategorized

    জীবননগর পানিতে ডুবে শিশুর মৃত্যু-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২০ , ৮:৩৯:১০ প্রিন্ট সংস্করণ

    নাহিদ সুমন-জীবননগর (চুয়াডাঙ্গা)প্রতিনিধিঃ

    জীবননগর উপজেলার শ্রিরামপুর গ্রামে পানিতে ডুবে শাহার আলী (৩) নামের এক শিশুর করুন মৃত হয়েছে। গত শুক্রবার ১৭ই জুলাই দুপুর ১২টার সময় উপজেলার হাসাদহ ইউনিয়নের শ্রিরামপুরে এঘটনা ঘটে। নিহত শাহার আলী একই গ্রামে মনির হোসেনের ছেলে। 

    স্থানীয় সূত্রে জানা গেছে সকালে পরিবারের লোকজন কাজে ব্যস্থছিলো। এমন সময় বাড়ির পার্শে একটি পুকুরের ধারে খেলা করতে গিয়ে অসাবধানতা বসত পুকুরে পড়ে যায় শিশুটি।

    পরিবারের লোকজন দির্ঘ সময় ধরে দেখতে নাপেয়ে বিভিন্ন দিকে শুরু করে সম্ভব্য খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়না। পরে দুপুরের দিকে তাদের বাড়ির পার্শের পুকুরে ভাসমান শাহার আলীকে দেখতে পায় তার মামা। পরে পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে। তার অকাল মৃত্যুতে এলাকায় ছায়া নেমে আসে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ