• Uncategorized

    জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে চার জুয়াড়ি আটক

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২০ , ১১:৪৭:২৫ প্রিন্ট সংস্করণ

     

    মো:রাশেদুল  ইসলাম (রাশেদ)খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

    বুধবার ৩০শে সেপ্টেম্বর ২০২০ ইং  রাত সাড়ে ১১ টার সময় জীবননগর থানা পুলিশ কয়া গ্রামে বিশেষ এক অভিযান পরিচালনা করে ৪ জুয়াড়ি কে আটক করে। আটক কৃত গন মোঃ সমারুল (২০) পিতাঃ আশাদুল হক, মোঃ দুলাল আলী(২৬) পিতাঃ আসানবারি, মোঃ সোহেল ইসলাম (২৪) পিতাঃ শহিদুল ইসলাম, মোঃ মহিদুল ইসলাম (২৯) পিতাঃ আফিল উদ্দীন, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। এক পেডি তাস ও ১২৯০/- ( এক হাজার দুইশত নব্বই টাকা) সহ জীবননগর থানা পুলিশ হাতেনাতে ৪ জুয়াড়ি কে আটক করে।

    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ এর মাধ্যমে জীবননগর থানা পুলিশ গত রাত সাড়ে ১১ টার দিকে অভিযান পরিচালনা করে জীবননগর থানাধীন কয়া এলাকায় থেকে ৪ জুয়াড়ি কে আটক করে পুলিশ। জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে চার জুয়াড়ি কে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ