প্রতিনিধি ২১ আগস্ট ২০২০ , ৪:০৬:৩৪ প্রিন্ট সংস্করণ
মো,রাশেদুল ইসলাম, (রাশেদ)চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় আওয়ামীগ কার্যালয়ে ২১ আগষ্ট পালন করা হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সেলিম উদ্দিন, জীবননগর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, মহেশপুর পদ্মপুকুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাই, সিনিয়র এডভোকেট বজলুর রহমান, জীবননগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল ওয়াহেদ বিশ্বাস, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান, জীবননগর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চঞ্চল কুমার দাস, জীবননগর উপজেলা ছাত্রলীগ নেতা আল মামুন রনি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন।