• Uncategorized

    জীবননগরে ‘শিকড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৫শ দরিদ্র এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ 

      প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২০ , ৪:৫৬:২৬ প্রিন্ট সংস্করণ

    মো: রাশেদুল ইসলাম (রাশেদ)ঃ

    জীবননগরে দোস্ত এইড বাংলাদেশের অর্থায়নে সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় উপজেলায় ৫শ  শতাধিক এতিম, দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জীবননগর  উপজেলার ৪টি স্পটে এতিম, দুস্থ ও অসহায়দের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

    এ সময় খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান ,জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আ.ফ.ম সালাউদ্দিন কবির,খোলা হাওয়া পাঠাগারের সভাপতি যুথি, শিকড়ের সেচ্ছাসেবী টিমের জীবননগর উপজেলা শাখার সভাপতি তুহিনুজ্জামান, সাধারণ সম্পাদক লাবনী, নিশান, কবির আল চপল, রমজান আলী, সাদিয়া, রিয়াজ স্বণা, মিম, জাহিদ, ফরহাদ, বাপ্পি, হাসান, শিলা, ঐশ্ব সাহা প্রিয়া,জোসনা খাতুন,ওমর আলী, মুন, সোহাগ, আব্দুল্লাহ, শাকিল, আঃ রহিম ,আখি,মিথিলা ,মিম সুজন,আবির ,হাসিব,আশিক সম্রাট ,নিলয়,নাজমুল ,মিতু প্রমুখ। এছাড়া, জেলা স্বেচ্ছাসেবী টিমের সভাপতি সাব্বির সামি মুহিত, সহ-সভাপতি চাষী রমজান, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, কোষাধ্যক্ষ হোসাইন আহম্মদ, বাদশা,মফিজুল ইসলাম, বিল্লালসহ অনেকে। ##

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ