কবিতা-জালিম সরদার
কবিঃ-শাহনেওয়াজ শাহ্
জালিম সরদার
শাহনেওয়াজ শাহ্
সরদারের কাজ বিচার করা
করে যে অবিচার,
মানুষ নয় জানোয়ার সে
বিবেক নাই যে তার।
সরদার নয় জালিম সে
করে যে সরদারি,
টাকার কাছে ইমানটাকে
করে যে বিক্রি।
মুসলিম নয় মুনাফিক সে
বলে যে মিথ্যা,
খোদার কসম খেয়েও
মিথ্যা বলতে নাই যে দ্বিধা।
আবু জাহেল গেল, ফেরাউন গেল,
নমরুদ ও বাঁচল না।
তাদের বংশধর হয়ে তুমি
কখনো রেহাই পাবে না।
ক্ষমতার বলে ইহকালে
যদিও পাও রেহাই ।
পরকালে খোদার কাছে
পাবে না যে ঠাঁই।
ভাল হয়ে যাও জালিম তুমি
এখনো সময় আছে,
আর কতকাল অন্যের টাকায়
তোমার পকেট ভারি করবে!
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.