প্রতিনিধি ১২ আগস্ট ২০২০ , ২:৪৪:২৯ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ:
জাতীয় সাংবাদিক সংস্থা সিলেটের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিলুর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংস্থার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট সোমবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার সিলেটের সভাপতি ফয়ছল আহমেদ সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রশিদের পরিচালনায় মাববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারি সময়ে দেশের তথা সিলেটের কিছু অসাধু জনপ্রতিনিধিরা বাংলাদেশের সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। তারা তখন সরকারের দেওয়া ত্রাণ লুটেপুটে খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।
বক্তারা বলেন, সরকারের দেয়া ত্রান সামগ্রী নিয়ে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদের ত্রাণ বিতরণ কার্যক্রমের অনিয়ম দেখে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়।
এতে কাউন্সিলর রেজওয়ান মনে করেন সংবাদটি ওই ওয়ার্ডের বাসিন্দা গণমাধ্যম কর্মী দেলোয়ার হোসেন কর্তৃক প্রকাশ করা হয়েছে। কিন্তু এই সংবাদের সাথে গণমাধ্যম কর্মী দেলোয়ারের কোন সম্পৃক্তা ছিল না বা আদও নেই। কিন্তু কাউন্সিলর রেজওয়ান ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিক দেলোয়ার সহ তার ভাতিজার উপর মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় ভাতিজা রনি গাজী দুই মাস কারাবরণ করে।
বক্তারা আরো বলেন, উক্ত মিথ্যা মামলা দায়েরের কারনে সাংবাদিক দেলোয়ার সমাজে হেয় প্রতিপন্ন হয়েছেন। পাশাপাশি সাংবাদিক দেলোয়ারের পরিবারের চরম ক্ষতিসাধন হয়। বক্তারা সাংবাদিক দেলোয়ারের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সবুজ আহমদ, সহ- সাধারণ সম্পাদক(১) সুহেল আহমদ, (২) দুলাল আহমদ,সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ মুন্না, মোমিন আহমেদ অর্থ সম্পাদক, নুরুল ইসলাম, প্রচার সম্পাদক, হিফজুর রহমান কোষাধ্যক্ষ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ রাসেল, মহিলা বিষয়ক সম্পাদিকা তান্নি বেগম আয়েশা, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোস্তফা মোল্লা, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, সদস্য বেলাল আহমেদ, রেদওয়ান আহমদ রাজন সহ সংগঠনের নেতাকর্মী।