প্রতিনিধি ৯ আগস্ট ২০২০ , ৫:৪৮:১৮ প্রিন্ট সংস্করণ
দেলোয়ার হোসেন তরফদার-মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক, আহবায়ক কমিটি ৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। আহবায়ক কমিটির উপদেষ্টা হলেন,জনাব আব্দুল মুকিদ জেলা বি এন পির সহসভাপতি, জনাব মোয়াজ্জেম হোসেন মাতুক,জনাব আশিক মোশারফ, জনাব হেলু মিয়া,জনাব বখশী মিছবাউর রহমান, জনাব গোবিন্দ মোহন লাল,জনাব সৈয়দ নজমুল,কমিটির আহবায়ক জনাব আয়াছ আহমদ, কমিশনার মৌলভীবাজার পৌরসভা, ১ম যুগ্ন আহবায়ক জনাব বদরুল আলম,যুগ্ন আহবায়ক জনাব মুহিতুর রহমান হেলাল,যুগ্ন আহবায়ক জনাব রানা খান শাহিন চেয়ারম্যান ৯নং আমতৈল ইউনিয়ন ,যুগ্ন আহবায়ক জনাব মিজানুর রহমান নিজাম, সদস্য সচিব জনাব মোঃ ফখরুল ইসলাম, সদস্যরা হলেন জনাব মাহমুদুর রহমান, আবু মিয়া চৌধুরী, মোঃ মোস্তফা মিয়া,হাবিবুর রহমান মসুদ,রুমান আহমদ রানু,, মোঃ ফখরুজ্জামান,সাজ্জাদুর রহমান,আব্দুল হেকিম,এমদাদ আহমদ সিরাজ,,জমিরউজ্জামান,ডঃ আব্দুল আসাদ,ওয়াসিদ মিয়া,ফটিক মিয়া,খলিলুর রহমান, রফিকুল ইসলাম মেম্বার, আতাউর রহমান মেম্বার,গত ৭/৮/২০ তারিখ বিকাল ৪ ঘটিকায় নবগঠিত আহবায়ক কমিটির উপদেষ্টা ও নেতাগন ওসদস্যবৃন্দ মিলে মৌলভীবাজার জেলার সদর উপজেলার বাহারমদন গ্রামে চির নিদ্রায়মাণ সিলেট বিভাগের রুপকার মরহুম এম সাইফুর রহমান এর কবরে ফুল দিয়া শ্রদ্ধা জানান,। এসময় উপস্তিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মৌলভীবাজার জেলা বি এন পির সভাপতি জনাব এম নাসের রহমান,, জেলা বি এন পির সাধারন সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জনাব মিজানুর রহমান মিজান,, সাবেক মৌলভীবাজার পৌর মেয়র জনাব ফজলুল করিম মইয়ুন,সহ আরও অনেক নেতারা।