• জাতীয়

    জাতীয় সংগীতের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে রাজশাহীতে মানববন্ধন

      প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৪ , ৮:২৩:০৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    শুক্রবার বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তাগণ বলেন, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের যে পায়তারা চলছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে যে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বলবৎ আছে এটা কোনক্রমে পরিবর্তনের হতে দেওয়া যাবে না। এই জাতীয় পতাকা পরিবর্তনের জন্য একাত্তরের পরাজিত শক্তির আবারো উদ্ধত আস্ফালনের ইঙ্গিত দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, তাদেরকে প্রতিহত করার জন্য একসঙ্গে আওয়াজ তুলতে হবে।

    জাতীয় সংগীত ও প্রতিবাদী দেশাত্মবোধক গান পরিবেশন করেন ও জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তন না করার আহ্বান জানিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়। এসময় উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রনজিত কুমার শাহা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ