• রাজনীতি

    জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সুজানগরে বিএনপির পথসভা

      প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৪ , ২:২১:৪০ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান-পাবনা:

    ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে,বিশাল বর্ণাঢ্য র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক এবিএম তৌফিক হাসান আলহাজ এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান শেখ আব্দুর রউফ এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজারী হারুন-অর রশিদ,ওবায়দুর রহমান,

    সদস্য শফিউল্লাহ মনি, সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তোরাপ আলি ,সদস্য সাফা খান, পৌর বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর আলাউদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি শাহজাহান শেখ,উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলি আকবর, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ কাউসার, ছাত্রনেতা ফিরোজ,ছালাম,সাব্বির,ফারুক প্রমুখ । এছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথ সভায় বক্তব্যের উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে বাকশালি শাসনব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চর্চার নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়।

    দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে যায়।সেদিন দেশ ও জাতি পেয়েছিল নতুন পথের দিশা। এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়। মুক্তভাবে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।আজকের এই দিনে ইতিহাস জাতি হিসেবে স্বরণ করে নতুন করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে অকুতোভয় দেশ প্রেমিক সৈনিক হিসেবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি আরও বলেন,এইদিনে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়।

    পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতীসত্ত্বা লাভ করে বাংলাদেশ।এ ছাড়া এদিন থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে। এই ঘটনার আলোকে আমাদের সকলকে নতুন বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ