প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২১ , ৮:২৭:৩১ প্রিন্ট সংস্করণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মুহম্মদ এমদাদুর রাশেদ সুখন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মাসুদ চৌধুরী৷
বুধবার (২৪ ফেব্রুয়ারি) অনলাইন ও অফলাইনে ভোটগ্রহণের পর বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আরিফুর রহমান।নির্বাচনে অংশগ্রহণকারী দুটি প্যানেলই আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু নীলদলের।
সভাপতি পদে ড. মুহম্মদ এমদাদুর রাশেদ সুখন পেয়েছেন ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল আমিন ৭৬ ভোট পান। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মো. মাসুদ চৌধুরী ১১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কল্যানাংশু নাহা ৬৯ ভোট পান। নির্বাচনে মোট ১৯৪ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১৯১ ভোট। অনলাইনে ভোট দেয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছিলেন ৫৯ শিক্ষক। সেখান থেকে ভোট দিয়েছেন ৫৮ শিক্ষক।উল্লেখ্য, এবার সরাসরি ভোটদানের পাশাপাশি অনলাইনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে ভোট দেয়ারও সুযোগ ছিল।