প্রতিনিধি ২ অক্টোবর ২০২২ , ৩:১২:৩১ প্রিন্ট সংস্করণ
উজ্জাল আহমেদ-নীলফামারী জেলা প্রতিনিধি:
জলঢাকা উপজেলার গুলমুন্ডা ইউনিয়নে ১নং ওয়ার্ড সংলগ্ন ও ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাঝামাঝি একরামুল হক চৌধুরী চেয়ারম্যানের বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের এর ছেলে সান দীর্ঘ দিন ধরে জলঢাকা উপজেলার গুলমুন্ডা ইউনিয়নে ১নং ওয়ার্ডে পুকুরে সিক্সসেলেন্ডার ড্রেজার মেশিন স্থাপন করে প্রায় আধা কিলো মিটার দূরত্বে পাইপ ব্যবহার করে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ৪নং ওয়ার্ডের চাকলা পাড়ায় বালু ও নুরী পাথর উত্তোলন করে আসছেন।
এ বিষয়টি জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান ও ডিমলা উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর নিকট সিক্স সেলেন্ডার ড্রেজার মেশিনে বালু ও নুরী পাথর উত্তোলনের ঘটনা টি মুঠাফোনে মাধ্যমে অবগত করা হয়। এর ফলে দুই উপজেলার নির্বাহী অফিসারের মোবাইলের হোয়ার্টস অ্যাপের মাধ্যমে বালু ও নুরী পাথর উত্তোলনের ভিডিও ফুটেজটি পাঠাতে বলেন। বালু ও নুরী পাথর উত্তোলনের ভিডিও ফুটেজটি দেওয়ার পরেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারিকৃত বিধি নিষেধাজ্ঞা থাকার পরেও কাউকে তোয়াক্কা না করে বালু ও নুরী পাথর উত্তোলন করে আসছেন।