প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২১ , ২:২১:৩২ প্রিন্ট সংস্করণ
কবিতা: জলকণা
লেখার-কণা মির্জা
কোন কালবৈশাখী দুপুরে
শিকর সিক্ত ঠান্ডা জলে
কালো মেঘাচ্ছন্ন আকাশ দেখে
বজ্রপাতে গর্জে ওঠা তীক্ষ্ণতায়
তুমি আমি মিশে যাবো
ভেজা মাটির গন্ধ নিবো।
বিস্মৃতি কালবৈশাখীর বুক চিরে
বাতাসে মিশে, সুগন্ধি চন্দনে ঠাঁই নিবো,
নস্টালজিক অনুভবে-
কাব্যময়তায় আক্রান্ত হবো
ভেজা মাটির গন্ধে।
এক বর্ষায় মিট্রি আতর মেখে
প্রদীপ জ্বেলে ধ্যানে মগ্ন হবো
প্রত্যাশা ভেজামাটির তীব্রতায়
শ্যাওলা রঙের শাড়িতে জড়িয়ে তোমায়
নিষ্পাপ চাঁদের আলোয় জ্যোৎস্না মেখে
ভেজা মাটির গন্ধ নিবো।
পল্লীর পোড়া মাটির গন্ধ
পূর্ণ হোক তৈজসপত্র,
দ্বীপ জ্বেলে ধূপের গন্ধে
গাঁয়ের বঁধূ তুলসী মঞ্চে,
মঙ্গলে মাথা নুয়ে
কাঁচা দেহে কাঁচা মাটির গন্ধে।
সুখ দুঃখের দীঘিতে তরী ভাসিয়ে
নিস্তব্ধতায় ডুবে ডুবে মুগ্ধ নয়নে
তোমায় এক নিঃশ্বাসে জড়িয়ে নিবো,
বাতাসে দিগন্ত জুড়ে থাকবে
নেশা নেশা ভেজা মাটির গন্ধ।