প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২১ , ৬:২০:৫৪ প্রিন্ট সংস্করণ
মোঃইমাম হোসেন-রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১৯ (১) ( ঘ) অনুচ্ছেদ অনুযায়ী পঞ্চম ধাপে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৪নং চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে।সরেজমিন দেখা যায়, বৈরী আবহাওয়া উপেক্ষা করে নির্বাচনের প্রচার-প্রচারনা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত স্ব স্ব প্রতিক নিয়ে ভোটারদের কাছে নিজেদের পরিচিতি তুলে ধরে দোয়া ও ভোট আশা করছেন।
হাটবাজারের ঝিমিয়ে থাকা টং দোকান গুলোতে এখন চা’য়ের কাপেঁর টুন টুন শব্দে জানান দিচ্ছে ঘনিয়ে আসছে ইউপি নির্বাচন।বিভিন্ন এলাকায় প্রার্থীদের উঠান বৈঠকে মিষ্টি জেলাপী বিতরণে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন নির্বাচনী ইস্তেহার পরবর্তী কর্মসূচী।গ্রামগঞ্জের আধাঁপাকা সড়ক গুলোতে মোটরবাইকে বাংলা গানের মিশ্রণে মাইকের আওয়াজ আর পোষ্টার বিতরণে জমে উঠছে চরমোন্তাজ ইউপি নির্বাচন।