মোঃমহসিন মীর-বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইজন নারীসহ চারজনকে পিটিয়ে ও কামড়ে আহত করেছে প্রতিপক্ষ। বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাজু হাওলাদার বাড়ীতে এঘটনা ঘটে। আহতরা হলেন, মোঃ নূর হোসেন (৭০), নাছিমা (৪৮), মাসুমা (৪২), মোঃ রফিকুল ইসলাম (২৪)। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নূর হোসেন হাওলাদারের সাথে তারা একই বাড়ির রুহুল আমিন হাওলাদারের সাথে পৈত্তিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো।
ঘটনার দিন সকাল সাড়ে দশটার দিকে বিরোধ নিঃষ্পত্তির জন্য স্থানীয় সালিশ বসে। সেখানে সালিশদের উপস্থিতিতে একই বাড়ির মোঃ নজির হাওলাদার (৪৫), মোঃ রুহুল আমিন হাওলাদার (৪০), মোঃ জাহিদ (২১), আঃ করিম (৫০), মোঃ সুমন (২২), মোঃ হাসানসহ (২৮) ৭-৮জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এতে নুর মোহাম্মাদসহ অন্ত ৪জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় মামলার প্রস্ততি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুহুল আমিন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘ঘটনা জেনেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.