প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৪:২৮:৪৬ প্রিন্ট সংস্করণ
কবিতাঃ- “জন্ম আমার আজন্ম পাপ”
লেখকঃ শিহাব আহম্মেদ
আমি কী দুর্ভাগা জাতির ঐতিহাসিক কলঙ্ক!
যাকে সন্দেহের চোখে পিটিয়ে হত্যা করা হয়,
মনে হয় যেনো এই বাংলায় জন্ম নেয়া পাপ!
যাকে নেকড়ে লেলিয়ে বাংলা ছাড়া করা হয়।
আমি কী অভাগা বাবা-মায়ের স্নেহের দুলাল!
যাকে জনতার ভিড়ে পিটিয়ে হত্যা করা হয়।
আগুনে পুড়িয়ে লাশের উন্মাদনা ছড়ানো হয়!
কখনো কখনো জীবন্ত লাশ গায়েব হয়ে যায়।
আমি কী জীবন যুদ্ধের সেই অভিশপ্ত সৈনিক
যাকে বাড়ি থেকে বেড়োলেই পিষে ফেলা হয়,
চিৎকার করার আগে গলারস্বর চেপে ধরা হয়,
লাশ হওয়ার আগেই যার পরিচয় লুট করা হয়।
আমি সেই অসহায় যাকে কাটাতারে খুন করা হয়,
প্রকাশ্যে নেঁচে-গেঁয়ে জীবন্ত দেহে আগুন দেয়া হয়!
যার জন্মের আগেই জন্মকে আজন্ম পাপ মনে হয়,
যার স্বত্ত্বাকে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছাপিয়ে দেয়া হয়।
আমি কী সেই অবলা জাতির ভাই, যার শিশু বোন
ধর্ষনের পর তার রক্তাক্ত দেহটাকে উচ্ছেদ করা হয়।
কিংবা জীবন্ত ভেবে গন্ধ শুঁকে লেলিয়ে দেওয়া হয়!
রাজশ্রী হায়নার দল তার পরিচয় লুট করে নিয়ে যায়।
আমি কী দুর্ভাগা জাতির জীবন্ত কিংবা পচা লাশ?
মোটা বেতনে চড়া দামে পুষে রাখা হয় দেশীয় কুকুর!
যার জন্ম নিলেই আমাকে মাথা নিচু করা শেখানো হয়!
আমার পরিচয় লুট করে আমাকে আমি ছাড়া করা হয়।