প্রতিনিধি ১২ জুন ২০২২ , ১২:৪৮:৫৮ প্রিন্ট সংস্করণ
শাহনেওয়াজ শাহ্ব্রা-হ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরেও শেষ হয়েছে “জনশুমারি ও গৃহগণনা ২০২২” এর গণনাকারী ও সুপারভাইজারদের ১ম ও ২য় ব্যাচের প্রশিক্ষণ।উপজেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে সকল গণনাকারী ও সুপারভাইজারকে দুটি ব্যাচে বিভক্ত করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নকে ৫ টি জোনে ভাগ করে ৫ জন জোনাল অফিসার ও ৫ জন আইটি সুপারভাইজার এর মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। প্রশিক্ষণে গণনাকারীর প্রয়োজনীয় উপকরণ: আইডি কার্ড, ফিতা, স্টিকার, ম্যানোয়াল, প্যাড, কলম, মাস্ক, কুটি, ম্যাপ, ছাতা, ট্যাব ইত্যাদি সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয় এবং কাজের হাতেখড়ি হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালা পর্যবেক্ষণ করেন, মুহাম্মদ জাহিদ আলম- জেলা শুমারি সমন্বয়কারী-৩, ও জাহিদুর রহমান – উপজেলা শুমারি সমন্বয়কারী।পর্যবেক্ষণকালে মুহাম্মদ জাহিদ আলম বক্তব্যে বলেন, আগামী ১৫ হতে ২১ জুন ২০২২ সারাদেশে জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে। দেশের প্রথম ডিজিটাল শুমারির প্রতিপাদ্য, “শুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন”। শুমারি কর্মীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আপাত দৃষ্টিতে মানুষ গণনা সহজ মনে হলেও বস্তুত এটি অনেক কঠিন কাজ। কারণ মানুষ কোনো জায়গায় স্থির থাকে না। আপনারা নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যথা সম্ভব নির্ভুল তথ্য সংগ্রহ করবেন। আপনার এই তথ্যের উপর নির্ভর করছে আগামী ১০ বছর।