• ময়মনসিংহ বিভাগ

    জনগণের প্রশংসায় উৎফুল্ল ত্রিশাল নির্বাহী অফিসার

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২২ , ৫:৪৯:১৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ সাইফুল ইসলাম আকাশ-ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি :

    জনগনের মাঝে প্রশংসায় ভাসছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বর্তমানে নির্বাহী অফিস ও অফিসার । এই সাহসিক সুদক্ষ নির্বাহী অফিসার ত্রিশালে যোগদান করার পর থেকে একের পর এক জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই নির্বাহী অফিসার সব ক’টি ইউনিয়নে কোন কোন প্রকার দাঙ্গা হাঙ্গামা ছাড়াই সফলতার সাথে নির্বাচন সম্পন্ন করতে অগ্রণী ভূমিকা পালন করছেন। উপজেলার জনকল্যাণে সকল দপ্তরে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছেন।

    আইনশৃক্ষলার উন্নতি করণে বিষয়ে সবসময় সুপরামর্শ দিয়ে চলছেন এই অফিসার। স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলোতেও উনার সুদৃষ্টি রয়েছে বতর্মান নির্বাহী অফিসার এর। গ্রামীণ উন্নয়ন বিষয়ে এলাকার বিভিন্ন জায়গায় পরিদর্শণ করছেন। জনযোগাযোগে যানজট নিরসনে হাইওয়ে রোডের মোড়ে মোড়ে করছেন মোবাইল কোর্ট।মাননীয় প্রধানমন্ত্রী এর নির্দেশনা সেবা প্রদানে জনগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে কাজ করছেন এই অফিসার।এমটাই বললেন সেবা নিতে আসা কয়েক জন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ