প্রতিনিধি ৮ নভেম্বর ২০২১ , ১০:৪৫:৩০ প্রিন্ট সংস্করণ
কবিতা: ছুটি
কলমে: প্রণব মন্ডল
মেঘের কোলে রোদ হেসে ওঠে
আজ আমাদের ছুটি ও ভাই;
আজ আমাদের ছুটি/বিশ্রামের দিন।
আমরা খুঁজে পাই না
আজ কি করব কিছু মনে হয় না!
আমরা কোন বনে যাই পথ হারাতে,
কোন মাঠে আমরা শুটিং করি
সব ছেলেরা একসাথে হয়?
আজ আমাদের ওহ_ভাইয়ের দিন;
আজ আমাদের ছুটি।