• ঢাকা বিভাগ

    ছাত্রাবাসে ছাদের পলেস্তরা খসে আহত এক আতঙ্কিত আবাসিক শিক্ষার্থীর

      প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৪ , ৬:১৯:১৮ প্রিন্ট সংস্করণ

    শিহাব আহম্মেদ-স্টাফ রিপোর্টার:

    কবি নজরুল কলেজের একমাত্র ছাত্রাবাস শহীদ সামসুল আলম হল এর ডি ব্লকের একটি রুমে ছাদের পলেস্তরা খসে একজন শিক্ষার্থী আহত হয়েছে। জানা যায়,আজ সকাল ৮ টায় এঘটনা ঘটে।এসময় রুমেই ঘুমাচ্ছিলেন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফিদবি।তিনি বলেন,হঠাৎ করেই আমি অনুভব করি আমার গায়ে কিছু পড়ছে।

    এরমধ্যেই হুট করে বিকট শব্দে ছাদ থেকে বেশ বড় মাপের পলেস্তরা খসে পড়ে। আমার গয়েও কিছু পড়েছে। সব রুমে একই অবস্থা।যেকোনো সময় যেকোন দুর্ঘটনা ঘটে পরে জানিয়ে ,দ্রুত হল সংস্কারের দাবি জানিয়েছে হলের আবাসিক শিক্ষার্থীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ