• রাজশাহী বিভাগ

    ছাত্রলীগ নেতা আনোয়ারের দাপট শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২২ , ৬:০৬:০৯ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:

    চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ছাতা চাওয়াকে কেন্দ্র করে নেওয়াজ রেহান (২১) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি একেএম আনোয়ারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নেওয়াজ গণিত ২য় বর্ষের ছাত্র। ভুক্তভোগী সাধারণ ছাত্র নেওয়াজ রেহান ও ঘটনা সূত্র থেকে জানা গেছে,

    চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের গনিত ২য় বর্সের ছাত্র ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে নেওয়াজ রেহান (২১) বৃহস্পতিবার দুপুরে কলেজের একটি রুমে যান কিছু দিন আগে ভুল করে রেখে যাওয়া তার ছাতা নিতে আসে। ওই সময় সেখানে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি একেএম আনোয়ার বসে ছিলেন।এ সময় সরাসরি নেওয়াজ ছাতা চাওয়াই তার সাথে কথা কাটাকাটির এক পর্যায় ছাত্রলীগ নেতা আনোয়ার শিক্ষার্থী রেহানকে ব্যপক মারপিট করে গুরুতর জখম করে।

    ছাত্রলীগ নেতার মারপিটের আঘাতে রেহানের ঠোঁট ফেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই। এর পরে অনান্য শিক্ষার্থীরা আহত অবস্থায় রেহানকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আনোয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে আহত শিক্ষার্থী। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি একেএম আনোয়ার বলেন, আমি পরিচ্ছন্ন ও ক্লিন ছাত্রনেতা। আমার মুখ দিয়ে গালিগালাজ বের হওয়া সম্ভব না।

    তিনি কলেজের পিয়নের সাথে খারাপ ব্যাবহার করায় তাকে প্রতিহত করা হয়েছে।এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার মুঠোফোনে বলেন, আমি অসুস্থ এই জন্য শহরের বাইরে আছি। আমি বিষয়টি শুনেছি। ছাতা চাওয়াকে কেন্দ্র করে ভূল বুঝাবুঝি হয়েছে। আমরা বসে বিষয়টি সমাধান করে নিবো।এছাড়া এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে মুঠো ফোনে তিনবার এবং হোয়াট অ্যাপে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।চাঁপাইনবাবগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ