শিহাব আহম্মেদ-স্টাফ রির্পোটার:
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন পাবনা জেলার সুজানগর উপজেলার কৃতি সন্তান মো. নাছিম উদ্দিন। বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। মো. নাছিম উদ্দিন বলেন, ‘আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী।
আমাকে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন তা আমি সর্বদা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্য সর্বদা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে নিজেকে নিয়োজিত রাখবো। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.