প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ১০:১৪:২৫ প্রিন্ট সংস্করণ
শিহাব আহম্মেদ-স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী ও পাবনার জেলার সন্তান জাহিদ হাসান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাহিদ হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে ছাত্রলীগ সৃষ্টি করেছিলেন,
বাঙালি জাতির ইতিহাসের প্রতিটি সংকটময় মুহূর্তে ছাত্রলীগ প্রমাণ করেছে পিতার আদর্শই চলার পথের আলোকবর্তিকা। পিতার নেতৃত্বে বাঙালির মুক্তি সংগ্রাম, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, পরবর্তীতে স্বাধীন বাংলদেশে সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রামসহ প্রতিটি ক্ষেত্রে ছাত্রলীগের যুগান্তকারী অবদান রয়েছে। সেই অবদানের ধারা অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার হাতকে আরো শক্তিশালী করতে চাই। জানতে চাইলে ছাত্র রাজনীতির স্বচ্ছ প্রতিচ্ছবি ঢাবির স্যার এ. এফ. রহমান হলের শিক্ষার্থী জাহিদ হাসান ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে বলেন,
‘বাংলাদেশের মানুষের অধিকার সমুন্নত রাখার লক্ষ্যে, তাদের উন্নত, সমৃদ্ধ জীবন মান নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করে থাকে তার সঙ্গে যুগপৎভাবে যুক্ত থাকা এবং বাংলাদেশের সরকারি বেসরকারি মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের গণমানুষের তথা ছাত্রসমাজের অধিকার সুপ্রতিষ্ঠিত রাখা আমাদের প্রধান লক্ষ্য।’ উল্লেখ্য, জাহিদ হাসান এর আগে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।