• ঢাকা বিভাগ

    ছাত্রলীগের উপর হামলার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ সমাবেশ

      প্রতিনিধি ২৬ মে ২০২২ , ৩:৫০:০৪ প্রিন্ট সংস্করণ

    এমএ কাইয়ুম-মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    গতকয়েক দিন যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টার দিকে উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম হোসেন প্রিন্সের নেতৃত্বে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্রীনগর কলেজের সামনে এসে শেষ হয়।
    পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান, সাধারণ সম্পাদক ফাহিম হোসেন প্রিন্স,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারট, সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ