মোঃ রানা আহমেদ-বাগেরহাট জেলা প্রতিনিধি:
গতকাল:০৬/০৬/২২ইং,সোমবার দুপুরে বাগেরহাটে সরকারী প্রফুল্লচন্দ্র (পিসি) কলেজের কামাক্ষ্যচরন হলের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যার প্রতিকার চেয়ে কলেজের বঙ্গবন্ধু চত্ত্বরে অর্ধশতাধিক শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।সমাবেশে বক্তারা অতিদ্রুত এসব সমস্যা নিরসন করে হলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবী জানায়।আবাসিক শিক্ষার্থীরা দাবি করেন বাৎসরিক বরাদ্দের টাকা ঠিকমত না দেওয়াতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন হল তত্ত্বাবধায়ক।
স্নাতক সন্মান ১ম বর্ষের শিক্ষার্থী অভিষেক রায় বলেন,দীর্ঘদিন ধরে আমাদের হলে নানাবিধ সমস্যা রয়েছে। বিদ্যুৎ এর সমস্যার জন্য পড়াশোনা ক্ষতি হচ্ছে আবার বাবুর্চি চলে যাওয়ায় এখন না খেয়ে থাকতে হচ্ছে। প্লাবন নামের অপর এক শিক্ষার্থী বলেন হল তত্ত্বাবধায়ক স্যারের মাধ্যমে বার বার অধ্যক্ষ স্যারের কাছে আবেদন করলেও আমাদের হলের সব সুযোগ সুবিধা বন্ধ রাখা হয়েছে। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই।
এ বিষয়ে হল তত্ত্বাবধায়ক ও কলেজের সহকারী অধ্যাপক স্বপন কুমার সরদার বলেন, প্রায় দেড় বছর ধরে শিক্ষার্থীরা টাকা না দেওয়ার ফলে আমরা চাইলেও সংস্কার কাজ করতে পারছি না। কিছু শিক্ষার্থী মাত্র ৬ মাসের টাকা দিয়েছে। টাকা চাইলে তারা বিভিন্ন অজুহাতে টাকা দেয়না। তারপরেও আমরা সংকট নিরসনের চেষ্টা করছি। সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুল আলম খান বলেন,
সারা বাংলাদেশের সব সরকারি কলেজের নিয়ম হলো, হল চলবে শিক্ষার্থীদের টাকায়। শিক্ষার্থীরা টাকাও দিবেনা, আবার আন্দোলনও করবে, এইটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। আবাসিক শিক্ষার্থীদের বার বার সুযোগ দেওয়া হলেও তারা টাকা না দিয়ে অযুক্তিক বিভিন্ন সুবিধা দাবি করে আসছে। হলে অনেক বহিরাগত অবস্থান করছে। হলে অবস্থানরত যারা তাদের ছাত্রত্বের পরিচয় নিশ্চিত করতে পারবে না এবং যারা হল ফি পরিশোধ করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রফেসর মহাদয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.