প্রতিনিধি ৪ অক্টোবর ২০২২ , ১:৫৫:০২ প্রিন্ট সংস্করণ
মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
‘জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বার বার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে খাষকাউলিয়া ইউপির উদ্যোগে শূন্য থেকে ৪৫ দিনের শিশুদের বিনা মূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার খাষকাউলিয়া ইউপি চত্বরে মাইকিং করে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলার খাষকাউলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুত।
এ সময় উপস্থিত ছিলেন, খাষকাউলিয়া ইউপি সদস্য মো: হাবিবুর রহমান (হাবলু) , খাষকাউলিয়া ইউনিয়নের জন্মনিবন্ধনের উদ্যোক্তা সিদ্দিক হোসেন, ইউপি সদস্য মো: শাহিন সিকদার, এমারত হোসেন, আব্দুল্লাহ ওরফে আলিম ,মো: রবিউল ইসলাম , আবু সাঈদ, নারী ইউপি সদস্য তাছলিমা খাতুন, নুরজাহান , লিপি সরকার ও ছাত্রনেতা তারেক হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিতছিলেন। উল্লেখ্য: প্রতিমাসে ১তারিখ হতে ১০তারিখ পর্যন্ত এ ক্যাম্পেইন চলমান থাকবে। সেই সঙ্গে ০ হতে ৪৫দিনের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে শিশুর জন্মনিবন্ধন করা হবে এবং উক্ত নিবন্ধনকারীদের ইউপির পক্ষ থেকে উপহার প্রদান করা হবে। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যেই জন্ম ও মৃত্য নিবন্ধন না করলে আর্থিক ও সরকারি /বেসরকারি সেবা থেকে বঞ্চিত হবে ইউনিয়নবাসী৷