প্রতিনিধি ২৩ মার্চ ২০২৩ , ১০:৪৯:০৬ প্রিন্ট সংস্করণ
মো: মাহাফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে সরকারি ৩৯ টি ল্যাপটপ ও চোরাই বিপুল পরিমান মালামালসহ ৬ জনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশ।
(২৩মার্চ)বৃহাসপতিবার নড়াইল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক প্রেসবিফিং এ তথ্য জানান,পুলিশ সুপার মোছাঃ সাদিরা খাতুন প্রেসব্রিফিং এ জানান,গত (২৬ জানুয়ারি) স্বরসতী পূজাঁর(২৬ জানুয়ারি) পূজা স্কুল বন্ধ থাকায় নড়াইল লোহাগড়া উপজেলার নদী ইউনিয়নে বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের গ্রিল কেটে হ্যালো সরকারের দেয়া আইসিটি বিভাগ থেকে ১৭টি ল্যাপটপ ও ১৫ টি চার্জার চুরি হয়ে যায়।
এঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে লোহাগড়া থানার মামলা দায়ের করেন। যার (মামলা -২০)অপরদিকে গত (১৬ মার্চ)নড়াইল সদর তুলারামপুর মালিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১টি ল্যাপটপ ১টি প্রজেক্টর ১টি প্রিন্টার ১টি সাউন্ড বক্স, ১২টি বিআরবি সিলিং ফ্যান,ফিঙ্গার প্রিন্টার এবং গত (১৭ মার্চ) সদরের চাকই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২টি ল্যাপটপ,১টি প্রজেক্টর ও নগদ ১০ হাজার টাকা এবং একই দিনে সদরের হবখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২টি বিআরবি সিলিং ফ্যান চুরি হয়। এ সব চুরির ঘটনায় সংশ্লিল্ট বিদ্যালয়ের প্রধানশিক্ষকগণ বাদী হয়ে মামলা দায়ের করেন। সদর থানায়